19th Biennial Conference

বাংলাদেশ ইতিহাস সমিতির ১৯ তম দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৭ গত ০৮-০৯ ডিসেম্বর ২০১৭ শুক্রবার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ায় সম্পন্ন হয়। দ্বি বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মাননীয় মহাপরিচালক প্রকৌশলী এম এ মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশা ইসলাম নাঈম সমিতির কার্যক্রম তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান। 

এই অনুষ্ঠানে বাংলাদেশ ইতিহাস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মফিজুল্লাহ কবীরকে বাংলাদেশ ইতিহাস সমিতির নেতৃত্বদান ও ইতিহাস গবেষণার জন্য বাংলাদেশ ইতিহাস সমিতি মরণোত্তর স্বর্ণপদক ও সম্মাননা ২০১৭ প্রদান করা হয়। সমিতির গৌরবময় ৫০ বছর উপলক্ষে অধ্যাপক আশা ইসলাম নাঈম এবং অধ্যাপক আকসাদুল আলম সম্পাদিত জঊঅউওঘএঝ ওঘ ইঊঘএঅখ ঐওঝঞঙজণ: ওফবহঃরঃু ঋড়ৎসধঃরড়হ ধহফ ঈড়ষড়হরধষ খবমধপু শীর্ষক এড়ষফবহ ঔঁনরষবব ঠড়ষঁসব গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ। এরপর বাংলাদেশ ইতিহাস সমিতির নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। অধ্যাপক আকসাদুল আলম ওয়েবসাইট ব্যবহার সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাস সমিতি ডিজিটাল যুগে পদার্পন করে। দু’দিন ব্যাপী এ সম্মেলনে দেশ বিদেশের প্রায় তিনশত ইতিহাস অনুরাগী ব্যক্তি ও ডেলিগেট অংশ নেন। এ সম্মেলনে প্রায় একশটি গবেষণামূলক প্রবন্ধ পঠিত হয়।

০৯ ডিসেম্বর ২০১৭ কার্য অধিবেশনের শুরুতে বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম ২০১৪-১৬ কার্যবর্ষে অনুষ্ঠিত সভা, সেমিনার, কর্মশালা ও সমিতির সার্বিক কার্যক্রম সম্পর্কে রিপোর্ট উপস্থাপন করেন। 

এরপর বাংলাদেশ ইতিহাস সমিতির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডালিয়া আহমেদ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তার বক্তব্য শুরু করেন। তিনি সমিতির ২০১৪-১৬ কার্যবর্ষের আর্থিক বিবরণী উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।

বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক শরিফ উল্লাহ্ ভুঁইয়া সমিতির বিদায়ী ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডালিয়া আহমেদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি তার বক্তব্যে সমিতির ভবিষ্যত কার্যপ্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন।

এরপর বাংলাদেশ ইতিহাস সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ড. নুরুল হোসেন চৌধুরী ২০১৬-১৮ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ প্রস্তাব করেন এবং উপস্থিত সকলের সম্মতিতে প্রস্তাবিত পরিষদ গৃহীত হয়।

পুনরায় নির্বাচিত সভাপতি অধ্যাপক শরিফ উল্লাহ্ ভুঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম ও নবনির্বাচিত কোষাধ্যক্ষ জনাব গোলাম সাকলায়েন সাকী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাংলাদেশ ইতিহাস সমিতির ১৯ তম দ্বি-বার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।


বাংলাদেশ ইতিহাস সমিতির ১৯ তম দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৭ -এ গৃহীত সিদ্ধান্ত সমূহ:

১.    বাংলাদেশ ইতিহাস সমিতির জীবন সদস্য নিবন্ধন ফি ৪,০০০ টাকা।
২.    পরবর্তী কার্যক্রমের রেজিস্ট্রেশন ফি সময় অনুপাতে নির্ধারন করা হবে।