বাংলাদেশ ইতিহাস সমিতি
গঠনতন্ত্র
১. ভূমিকা:
বাংলাদেশের ইতিহাস পঠন পাঠনকে জনপ্রিয় করে তোলা, বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা ও ইতিহাস বিষয়ের উৎকর্ষ সাধনের লক্ষ্যে পেশাদার ইতিহাসবিদ ও ইতিহাস অনুরাগীদের সমন্বয়ে একটি স্বেচ্ছামূলক সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধ হইতেছে। এই পরিপ্রেক্ষিতে এমনি ধরনের একটি সংগঠন প্রতিষ্ঠা করা হইল।
২. নামকরণ: এই সংগঠনের নাম “বাংলাদেশ ইতিহাস সমিতি” হইবে।
৩. প্রতিষ্ঠানের ঠিকানা: ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের ইতিহাস বিভাগের ১০৮৪ নং কক্ষটি বাংলাদেশ ইতিহাস সমিতির (অত:পর সমিতি হিসেবে উল্লেখিত) কার্যালয় হইবে।
ঠিকানা হইবে:
কক্ষ নং- ১০৮৪
ইতিহাস বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা- ১০০০।
৪. সমিতি বর্তমানে বৃহত্তর ঢাকা জেলায় তাহার কার্যক্রম সীমিত রাখিবে এবং ভবিষ্যতে নিবন্ধীকরণ কর্তৃপক্ষের অনুমতিক্রমে কার্য এলাকা সমগ্র বাংলাদেশে সম্প্রসারণ করা হইবে।
আরও .....